নোটিশ
ঈদ মুবারক...পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী বুধবার (২৬/০৩/২০২৫) হতে (০৪/০৪/২০২৫) শুক্রবার পর্যন্ত কেন্দ্রবিন্দু কোচিং এর সকল কার্যক্রম বন্ধ থাকিবে এবং (০৫/০৪/২০২৫) হতে যার যার ব্যাচ টাইম অনুযায়ী সকল কার্যক্রম চলিবে ইন শা আল্লাহ। 01719-339388
pic-1200-111www
pic-1200-1
pic-1200-3SS
pic-1200-3
previous arrow
next arrow
 

প্রতিযোগিতার এ নগরীতে অনেক কোচিং বা প্রাইভেট প্রোগ্রাম রয়েছে। যারা ভর্তির সময় আপনাকে একঝুড়ি সমান প্রতিশ্রুতি দিয়ে ভর্তি করে নেবে। কিন্তু কিছু দিন যাওয়ার পর ঐ সকল প্রতিষ্ঠানের কথা আর কাজের কোনো প্রকার মিল খুঁজে পায় না অনেকেই। আর এজন্য আমাদের সমাজে কিছু সংখ্যক মানুষ কোচিংগুলোর ওপর আস্থা হারিয়ে ফেলছে। সেইসাথে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে মানুষ একই মাপকাঠিতে বিচার করে চলছে। এ ক্ষেত্রে যারা প্রকৃত অর্থে সেবা দেয়ার মানসিকতা নিয়ে আসে তাদের ওপর অনেকে বিশ্বাস হারিয়ে ফেলছে। অন্যদিকে কেন্দ্ৰবিন্দু ২০১৮ সাল থেকে এমন একটি বিশ্বস্থ প্রতিষ্ঠানের মুকুট পড়ে আছে যে প্রতিষ্ঠানটি ভর্তির সময় আপনাকে যতটুকু প্রতিশ্রুতি দিবে বছরের শেষ দিনেও সেই প্রতিশ্রুতিগুলো অক্ষরে অক্ষরে আপনাকে বুঝিয়ে দিবে। তাই আমরা বলি, অন্য কোথাও প্রতারিত হওয়ার পূর্বে কেন্দ্রবিন্দু’তে ২/১ দিন ফ্রি ক্লাস যাচাই করে যেখানে ইচ্ছা সেখানে ভর্তির সিদ্ধান্ত নিন ।

  • প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আলাদাভাবে কোনো প্রাইভেট টিউটরের প্রয়োজন হয় না। পাঠদানকালে শিক্ষার্থীদেরকে প্রশ্নকরণে উদ্বুদ্ধ করা হয় ।
  • শ্রেণিভিত্তিক নির্দিষ্ট ব্যাচ ইনচার্জ এর মাধ্যমে দৈনন্দিন কার্যক্রম সম্পন্ন ও মনিটরিং ব্যবস্থা।
  • সার্বক্ষণিক বিদ্যুতের সু-ব্যবস্থা ও সম্পূর্ণ প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত ।

  • দক্ষতার সাথে খাতা মূল্যায়ন, ভুল থেকে শিক্ষা ও সমাধান লিখে দেয়া হয় । নিজস্ব সাজেশন বই প্রদান ও টেস্ট পেপার সল্যুশনসহ নিয়মিত অভিভাবক সমাবেশ ও রিপোর্ট কার্ড প্রদান ।

  • বর্তমানে শিক্ষার্থীরা গণিত, ইংরেজি, বিজ্ঞানসহ কঠিন বিষয়গুলোতে সবসময় বেশি গুরুত্ব দিয়ে থাকে । এর ফলে অন্যান্য ও সহজ বিষয়গুলোতে ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়ে। তাই আমরা সকল বিষয়গুলোতে সমানভাবে গুরুত্ব দিয়ে থাকি ।

  • ক্লাসটেস্ট পরীক্ষার খাতা প্রতিদিন প্রদান করা হয় এবং কেউ ভুল করলে তার সমাধান খাতায় লিখে দেওয়া হয়।
  • প্রতি সপ্তাহে রুটিন অনুযায়ী অধ্যায়ভিত্তিক মডেল টেস্ট পরীক্ষা গ্রহণ এবং SMS এর মাধ্যমে ফলাফল প্রেরণ ।
  • বেশিরভাগ শিক্ষার্থীরা মূল্যায়নকৃত খাতাসমূহ অভিভাবকদের অবগত করে না। তাই আমরা নিজস্ব সফটওয়্যার সিস্টেম এর মাধ্যমে প্রতিটি পরীক্ষার নম্বর অভিভাবকদের প্রেরণ করি ।

√ অধ্যায়গুলোর কনসেপ্ট ক্লিয়ার হয়নি?
√ প্রাকটিস করতে ইচ্ছে করে না?
√ পরীক্ষা দিতে ভয় করে?
√ পড়াশোনার চাপে সব এলোমেলো হচ্ছে?

যে কোন পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে নিয়মিত অনুশীলন ও পরীক্ষার কোন বিকল্প নেই। তাই আমাদের সকল মডেল টেস্ট পরীক্ষার পূর্বে কেন্দ্রবিন্দুর যে ক্লাস, প্রশ্ন, সল্যুশন ও পরামর্শ দিয়ে থাকে তা পরীক্ষার্থীর আত্মবিশ্বাস ও মানসিকতাকে সুদৃঢ় করে। তাই নিজেকে যাচাই করার জন্য হলেও বেশি বেশি অনুশীলন ও মডেল টেস্ট পরীক্ষার কোন বিকল্প নেই।

  • দুর্বল ও আগ্রহী শিক্ষার্থীদের জন্য নিয়মিত এক্সট্রা (অতিরিক্ত) ক্লাস এর ব্যবস্থা। হাতের লেখার ওপর বিশেষ গুরুত্ব প্রদানসহ হোমওয়ার্কের জন্য প্রয়োজনে কঠোর অবস্থান ।
  • এক্সট্রা ক্লাস এর জন্য বাড়তি কোন পেমেন্ট গ্রহণ করা হয় না।
  • পড়াশোনার পাশাপাশি আমরাই প্রথম রংপুরে শিক্ষার্থীদের কাউন্সিলিং ক্লাস প্রদান করি।

  • আপনার সন্তানের লেখাপড়ার অগ্রগতির সার্বিক বিষয়ে প্রথম থেকে ব্যাচ ইনচার্জ এর সঙ্গে যোগাযোগ রাখবেন।
  • প্রতিষ্ঠান কর্তৃক প্রেরিত মূল্যায়ন খাতা অভিভাবকের স্বাক্ষর পূর্বক কর্তৃপক্ষকে জমা দিতে হবে।
  • আপনার সন্তানের স্বার্থে নিয়মিত রুটিন অনুসন্ধান করুন।
  • শিক্ষার্থী প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকলে কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।
  • মাসিক বেতন চলতি মাসের ১ থেকে ৭ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে।
  • প্রতি মাসের অভিভাবক সমাবেশ অনুষ্ঠানে অভিভাবকবৃন্দের উপস্থিতি বাধ্যতামূলক।
Scroll to Top